ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে ভরাডোবা নতুন বাস স্টেশন হয়ে দেয়ালিয়া পাড়া পর্যন্ত ধলিয়া বাজার সড়কের করুণ চিত্র আবারও সামনে এসেছে। সামান্য ১০ মিনিটের বৃষ্টিতেই এই সড়ক পানিতে তলিয়ে যায়, চলাচলের অনুপযোগী হয়ে পড়ে, সৃষ্টি হয় জনদুর্ভোগের।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ-বিগত ১৭ বছরে অনেক উন্নয়নের দাবি শোনা গেলেও বাস্তবে এই গুরুত্বপূর্ণ সড়কটির দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। একের পর এক প্রতিশ্রুতি দেওয়া হলেও রাস্তাটি থেকে ময়লা, কাঁদা, জলাবদ্ধতা কিংবা ধুলাবালি দূর হয়নি। বর্ষা মৌসুম এলেই দুর্ভোগ যেন নিয়মিত সঙ্গী হয়ে ওঠে এখানকার হাজারো মানুষের।
ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল বলেন, “ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হইতে ভরাডোবা নতুন বাস স্টেশন হয়ে দেয়ালিয়া পাড়া-ধলিয়া বাজার রাস্তা ১০ মিনিটের বৃষ্টিতেই অচল হয়ে পড়ে। এটি কোনো উন্নয়নের নমুনা হতে পারে না। গত ১৭ বছরে কথিত উন্নয়নের নামে সাধারণ মানুষ কেবল ভোগান্তি পেয়েছে। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”
এই সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী পরিবহন, কৃষিপণ্য ও অন্যান্য যাত্রীবাহী যান চলাচল করে। ফলে রাস্তাটির এমন নাজুক অবস্থা জনজীবনে মারাত্মক প্রভাব ফেলছে।
স্থানীয় জনসাধারণের দাবি, দ্রুত সড়কটির উন্নয়নমূলক কার্যক্রম শুরু করতে হবে। সঠিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে হবে যেন বৃষ্টির পানি সহজে নিষ্কাশন হয়। রাস্তা নির্মাণে কোনো অনিয়ম ও দুর্নীতির সুযোগ না রেখে মানসম্পন্ন কাজ নিশ্চিত করতে হবে।
সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী। তারা বলছেন, প্রতিশ্রুতি নয়, এখন দরকার বাস্তবায়ন-টেকসই উন্নয়ন ও দীর্ঘমেয়াদী সমাধান।