close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ভালুকায় সাবেক এমপি আমানউল্লাহ চৌধুরীর কবর জিয়ারত করেন ডা. জাহিদ..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
আমানউল্লাহ চৌধুরীর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য, ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের সন্তান ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আমানউল্লাহ চৌধুরীর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

বুধবার (১১ জুন) সকালে ভালুকা পৌরসভায় পারিবারিক কবরস্থানে পবিত্র ফাতেহা পাঠ ও মোনাজাতের মধ্য দিয়ে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়।

ডা. জাহিদ হোসেন বলেন, “মরহুম আমানউল্লাহ চৌধুরীর  এলাকার উন্নয়ন ও গণতন্ত্রের পথিকৃত ছিলেন। তাঁর আদর্শ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

মরহুম আমানউল্লাহ চৌধুরীর  জিয়ারতে অংশ নেন, আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম, যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও ভারপ্রাপ্ত আহ্বায়ক, ভালুকা উপজেলা বিএনপি। ভালুকা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও আরো উপস্থিত ছিলেন, শাহ্ মো. সুজন, সাধারণ সম্পাদক, ভালুকা উপজেলা শ্রমিক দল ও যুগ্ম সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দল।

নেতৃবৃন্দ মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদানের কথা স্মরণ করেন।

আমানউল্লাহ চৌধুরী ১৯৮৬, ১৯৯১ এবং ফেব্রুয়ারি ১৯৯৬ নির্বাচনেও ময়মনসিংহ-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্থানীয় অবকাঠামো, শিক্ষা-স্বাস্থ্য ও শিল্পায়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। 

বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনে তৃণমূল সংগঠনের ঐক্য গুরুত্বপূর্ণ।

মোর্শেদ আলম ভাই বলেন, “মরহুম চৌধুরী সাহেবের আদর্শে অনুপ্রাণিত হয়ে ভালুকার মানুষ দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে।”

Geen reacties gevonden