close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ভালুকায় ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান, বিতরণ ২০০ চারাগাছ..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
দুই শতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ চারাগাছ বিতরণ করা হয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে। বৃক্ষরোপণ অভিযানে অংশগ্রহণ করেন ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হামিম, ভালুকা ..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ধামশুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে দুই শতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ চারাগাছ বিতরণ করা হয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে। বৃক্ষরোপণ অভিযানে অংশগ্রহণ করেন ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হামিম, ভালুকা উপজেলা শাখার সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ এবং স্থানীয় ইউপি সদস্য পদপ্রার্থী মোহাম্মদ শরিফুল ইসলাম শরীফ।

এছাড়াও উপস্থিত ছিলেন ধামশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীরা।

স্থানীয় ইউপি সদস্য পদপ্রার্থী মো. শরিফুল ইসলাম বলেন, "দেশে ক্রমাগত তাপমাত্রা বেড়ে যাচ্ছে, যা জনজীবনে বিরূপ প্রভাব ফেলছে। আমরা যদি বাড়ির আঙিনা কিংবা পতিত জমিতে গাছ লাগাই, তাহলে অক্সিজেন সহ নানাভাবে উপকার পাব।"

ভালুকা উপজেলা ছাত্রশিবির সভাপতি নাজমুল হাসান বলেন, "আমরা কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করছি। ধামশুর বিদ্যালয়ে প্রায় ২০০টি গাছ বিতরণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এই কার্যক্রম চলবে।"

ময়মনসিংহ জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হামিম বলেন, "গাছ আমাদের জীবন রক্ষাকারী উপাদান। এটি থেকে আমরা ফল, ফুল, কাঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অক্সিজেন পাই। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের বেশি করে গাছ লাগাতে হবে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, একটি গাছ কাটলে দুটি গাছ রোপণ করব।"

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরাও গাছ রোপণের গুরুত্ব সম্পর্কে অবহিত হয়ে নিজেদের বাড়িতে গাছ লাগানোর প্রতিশ্রুতি দেয়।

Inga kommentarer hittades


News Card Generator