বাংলাদেশ হেল্থ এ্যাসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশন ভালুকা শাখার উদ্যোগে আজ মঙ্গলবার সকালে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই দুই ঘণ্টাব্যাপী কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বাংলাদেশ হেল্থ এ্যাসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশন ভালুকা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম, কে.বি.এম সাইদুজ্জামান রানা, রফিফুল ইসলাম হিরন, মোঃ আশরাফুল, মোঃ সেলিম মিয়া, মোঃ শামছুদ্দোহা, আব্দুল হামিদ, মাহফুজ আরা, আফরোজা আক্তার, আফরোজা পারভিন, আফরোজা খাতুন, আব্দুল হামিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য সহকারীরা জানান, তাদের দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়িত না হওয়ায় তারা কর্মবিরতিসহ বিভিন্ন আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন। তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
Keine Kommentare gefunden