ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
সেবা খাতে স্বচ্ছতা নিশ্চিত ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দীর্ঘ ছয় ঘণ্টার এই অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ জেলা দুদকের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার হোসেন। তার নেতৃত্বে দুদকের একটি দল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ওষুধাগার, অ্যাম্বুলেন্স সার্ভিস, পানি সরবরাহ ব্যবস্থা এবং রোগীদের খাদ্য ব্যবস্থাপনা সরেজমিন পরিদর্শন করেন।
অভিযান শেষে সহকারী পরিচালক সাংবাদিকদের জানান, "স্বাস্থ্যসেবার প্রতিটি স্তরে আমরা অনিয়মের চিত্র পেয়েছি। সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার সঠিক নিয়মে হচ্ছে না, বিশুদ্ধ পানির পর্যাপ্ত ব্যবস্থা নেই, ওয়ার্ডগুলোর পরিচ্ছন্নতা খুবই খারাপ।"
তিনি আরও বলেন, "হাসপাতালের সরকারি ওষুধ বিতরণের ক্ষেত্রে সঠিক নিয়ম মানা হয়নি। বাস্তবে সরবরাহ না করেও রেকর্ডপত্রে ওষুধ বিতরণের তথ্য রাখা হয়েছে। এছাড়াও পাঁচ টাকার চিকিৎসা টিকিট রোগীদের কাছে দশ টাকায় বিক্রির তথ্য পাওয়া গেছে।"
এ সময় দুদকের উপ-সহকারী পরিচালক ইব্রাহিম খলিল ও শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। তারা হাসপাতালের কর্মীদের সাথে কথা বলেন এবং রোগীদের অভিযোগ সরাসরি শোনেন।
দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় জনগণের দাবি, এ ধরনের অভিযান নিয়মিত হলে হাসপাতালের সেবা ব্যবস্থার মান উন্নত হবে এবং সাধারণ মানুষ সঠিক সেবা পাবে।
					
					
					
					
					
					
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			