close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ভালুকা উপজেলা মহিলা দলের সভাপতি শামীমা, সম্পাদক দীনা

Al Mamun Gazi avatar   
Al Mamun Gazi
ময়মনসিংহের ভালুকা উপজেলা মহিলা দলের সভাপতি শামীমা রশিদ ও সাধারণ সম্পাদক শারমিন আক্তার দীনাকে মনোনীত করা হয়েছে। ..

রোববার ময়মনসিংহ (দক্ষিণ) জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন পারভীন ও সাধারণ সম্পাদক নাদিরা ইয়াসমিন রীতার যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন করা হয়।

৫২ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আফরোজা আক্তার; সহ-সভাপতি যথাক্রমে খালেদা নারগিস, যমুনা আক্তার, হাসনা হেনা, ডলি আক্তার, দীল আফরোজ, বুলুন্নাহার, আমেনা নাজনিন ও দেলোয়ারা পারভিন; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুন্নাহার; যুগ্ম সম্পাদক রেজিয়া বেগম, হোসনা আরা আক্তার, আবেদা সুলতানা লাভলি, পারভিন কিবরিয়া, ফাতেমা আক্তার, জেসমিন আক্তার ও আসমা আক্তার।

এছাড়া, সাংগঠনিক সম্পাদক রাশিদা খাতুন; সহ-সাংগঠনিক সম্পাদক মমতাজ বেগম, মঞ্জিলা আক্তার, শাহনাজ পারভিন ডেইজি, পপি আক্তার ও জুয়েনা আক্তার; দপ্তর সম্পাদক শিরিনা আক্তার; সহ দপ্তর সম্পাদক মোর্শিদা আক্তার; প্রচার সম্পাদক রোকিয়া খাতুন; সহ-প্রচার সম্পাদক নাসিমা আক্তার; ক্রীড়া সম্পাদক রমিজা আক্তার; সমাজকল্যাণ সম্পাদক কল্পনা আক্তার; সহ-সমাজকল্যাণ সম্পাদক জোসনা খাতুন; কোষাধ্যক্ষ নাসরিন আক্তার; গণশিক্ষা বিষয়ক সম্পাদক জোসনারা আক্তার; সাংস্কৃতিক সম্পাদক রিমি আক্তার; পরিবেশ বিষয়ক সম্পাদক নুপুর নাহার; ধর্ম বিষয়ক সম্পাদক হালিমা আক্তার; সহ-ধর্ম বিষয়ক সম্পাদক রত্না আক্তার; শিক্ষা বিষয়ক সম্পাদক তাসলিমা আক্তার; সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মমতাজ বেগম।

নতুন কমিটির সভাপতি শামীমা রশিদ বলেন, “দলের প্রতি আস্থার প্রতিফলন হিসেবে আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। আমি চেষ্টা করব, ভালুকা উপজেলা মহিলা দলকে আরও সংগঠিত ও গতিশীল করে নারীদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখতে।”

সাধারণ সম্পাদক শারমিন আক্তার দীনা বলেন, “দলীয় নেত্রীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সবাই মিলে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করব এবং দলীয় কার্যক্রমে নারীদের সম্পৃক্ততা আরও বাড়াব।”

নেত্রীরা আশাবাদ ব্যক্ত করেন, নতুন কমিটি ভালুকায় নারী নেতৃত্বের নতুন দিগন্ত উন্মোচন করবে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator