ভালুকায় তরুণদের জয়োৎসব: তারুণ্যের উৎসব-২০২৫ ক্রিকেট ফাইনাল বুধবার..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এক বার্তায় জানান, “তারুণ্যের শক্তিকে ইতিবাচক পথে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই আয়োজন। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি সবাইকে খেলা উপভোগের আমন..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ০৭ মে বুধবার  তারুণ্যের উৎসব-২০২৫ এর আন্তঃইউনিয়ন ক্রিকেট ফাইনাল ম্যাচ। ফাইনালে মুখোমুখি হবে হবিরবাড়ি ইউনিয়ন ও ভালুকা পৌরসভা।

এই প্রতিযোগিতা শুরু থেকেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে তরুণ সমাজের মাঝে। ফাইনাল ম্যাচটিকে ঘিরে খেলোয়াড়, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, একটি চমৎকার ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগের জন্য মাঠ ও পরিবেশ সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে।

এ উপলক্ষে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এক বার্তায় জানান, “তারুণ্যের শক্তিকে ইতিবাচক পথে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই আয়োজন। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি সবাইকে খেলা উপভোগের আমন্ত্রণ জানাচ্ছি।”

উল্লেখ্য, ফাইনাল ম্যাচটি সকাল থেকে শুরু হবে এবং ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে তুলে দেওয়া হবে চ্যাম্পিয়ন ট্রফি।

Nessun commento trovato


News Card Generator