ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ০৭ মে বুধবার তারুণ্যের উৎসব-২০২৫ এর আন্তঃইউনিয়ন ক্রিকেট ফাইনাল ম্যাচ। ফাইনালে মুখোমুখি হবে হবিরবাড়ি ইউনিয়ন ও ভালুকা পৌরসভা।
এই প্রতিযোগিতা শুরু থেকেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে তরুণ সমাজের মাঝে। ফাইনাল ম্যাচটিকে ঘিরে খেলোয়াড়, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, একটি চমৎকার ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগের জন্য মাঠ ও পরিবেশ সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে।
এ উপলক্ষে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এক বার্তায় জানান, “তারুণ্যের শক্তিকে ইতিবাচক পথে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই আয়োজন। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি সবাইকে খেলা উপভোগের আমন্ত্রণ জানাচ্ছি।”
উল্লেখ্য, ফাইনাল ম্যাচটি সকাল থেকে শুরু হবে এবং ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে তুলে দেওয়া হবে চ্যাম্পিয়ন ট্রফি।