ভালুকায় রামবুটান বাগানের সাফল্য: কৃষি খাতে নতুন সম্ভাবনা..

পুলক শেখ avatar   
পুলক শেখ
ভালুকার রামবুটান বাগানে ৬ একর জমিতে সফল ফলন, যা কৃষি খাতে নতুন সম্ভাবনা হিসেবে দেখা দিচ্ছে।..

ময়মনসিংহ প্রতিনিধি: পুলক শেখ | ০৪ জুলাই ২০২৫ 

ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের গোয়ারি গ্রামে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ রামবুটান বাগান। প্রায় ৬ একর জমিতে বিস্তৃত এই বাগানে ২১২ টি রামবুটান গাছ ফল দিচ্ছে, যা বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার স্বপ্ন দেখাচ্ছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে জনপ্রিয় রামবুটান ফল এখন ভালুকার লাল মাটিতে সফলভাবে ফলছে। লিচুর মতো রসালো এই ফলের বাইরের অংশে নরম কাঁটা থাকে, কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে লাল। এর পুষ্টিগুণ ও ঔষধি গুণ এটিকে আরও আকর্ষণীয় করেছে।

২০২০ সালে উদ্যোক্তা শেখ মামুন ও আশরাফ উদ্দিন থাইল্যান্ড থেকে ৪০০ চারা আমদানি করে এই উদ্যোগ শুরু করেন। প্রাথমিক চ্যালেঞ্জ সত্ত্বেও ২০২৩ সালে প্রথম ফলন পাওয়া যায়। বর্তমানে বাগানটি স্থানীয় বাজারে চাহিদা তৈরির পাশাপাশি পর্যটনের আকর্ষণে পরিণত হয়েছে।

চলতি মৌসুমে ১০ মেট্রিক টন ফল উৎপাদনের প্রত্যাশা করছেন উদ্যোক্তারা। জুন-জুলাই ও নভেম্বর-ডিসেম্বরে ফল বাজারজাতের উপযুক্ত হয়। স্থানীয় কলেজছাত্র সাব্বির হাসান বলেন, “গাছ থেকে পেড়ে রামবুটান খাওয়ার অভিজ্ঞতা অসাধারণ।” গফরগাঁও থেকে আগত শিক্ষক মাহমুদ হাসান বাগানটিকে পর্যটনের সম্ভাবনার দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

কৃষি বিশেষজ্ঞরা মনে করেন, রামবুটান চাষ রপ্তানি সম্ভাবনা ও কৃষি বৈচিত্র্যে নতুন দিগন্ত উন্মোচন করবে। এই উদ্যোগ দেশের কৃষি খাতে মাইলফলক হতে পারে।

没有找到评论