close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ভালুকায় পারিবারিক জেরেই বন্ধ হয়ে গেছে রাস্তা, জলাবদ্ধতায় কষ্টে দিন কাটাচ্ছে পরিবার....

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
ভালুকা পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা এম. জালাল উদ্দিন দুলাল পারিবারিক বিরোধের কারণে নিজের বসতবাড়ির একমাত্র যাতায়াতের রাস্তা হারিয়ে চরম দুর্ভোগে পড়েছেন।....

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা এম. জালাল উদ্দিন দুলাল পারিবারিক বিরোধের কারণে নিজের বসতবাড়ির একমাত্র যাতায়াতের রাস্তা হারিয়ে চরম দুর্ভোগে পড়েছেন। অভিযোগ রয়েছে, তার সহোদর ভাই পারিবারিক জায়গার ওপর নির্মিত সেই রাস্তাটি জোরপূর্বক বন্ধ করে দিয়েছেন। শুধু তাই নয়, রাস্তাটির ওপর একটি রান্নাঘর নির্মাণ করায় বাড়ির পানি নিষ্কাশনের পথও বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ঘরের ভেতরে পানি ঢুকে পড়ছে। নষ্ট হচ্ছে মূল্যবান আসবাবপত্র।

ভুক্তভোগী জালাল উদ্দিন জানান, তারা পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে বসতঘর নির্মাণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করছিলেন। সকল ভাইয়ের অংশীদারিত্বে থাকা জায়গায় একটি সাধারণ রাস্তাও ব্যবহৃত হচ্ছিল। কিন্তু পারিবারিক জের ধরে তার ভাই কয়েক বছর আগে ওই রাস্তাটি জবরদস্তি বন্ধ করে দেন।

“এখন পরিবার নিয়ে ঘর থেকে বের হওয়াই কষ্টসাধ্য। রোগী বা ছোট বাচ্চাদের নিয়ে চলাচল তো দূরের কথা, একটু বৃষ্টি হলেই পানি জমে ঘরে ঢুকে পড়ে,” বলেন জালাল উদ্দিন।

তিনি আরও জানান, বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হলেও কোনও ফল হয়নি। তাই বাধ্য হয়ে তিনি স্থানীয় প্রশাসনের দারস্থ হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জায়গাটি এজমালী (অবিভক্ত) হওয়ায় উভয় পক্ষের মালিকানা রয়েছে। এ ধরনের জায়গায় চলাচলের পথ একতরফাভাবে বন্ধ করে দেওয়া আইনত সঠিক নয় বলে মনে করেন এলাকার কয়েকজন প্রবীণ।

এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারটি। তাদের দাবি, বিষয়টি সরেজমিন তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক, যাতে একটি পরিবার যেন আর মানবেতর জীবনযাপন না করে।

لم يتم العثور على تعليقات


News Card Generator