close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ে ইউএনও’র পরিদর্শন

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
পরিদর্শনকালে ইউএনও বিভিন্ন শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষক ও শিক্ষার্থীদের পাঠদান ও উপস্থিতির বিষয়ে আগ্রহ সহকারে খোঁজ নেন। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে জানতে..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার (২৭ মে) দুপুরে হঠাৎ করেই আকস্মিক (সারপ্রাইজ) পরিদর্শনে আসেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। এ সময় তিনি শ্রেণিকক্ষে উপস্থিত থেকে পাঠদান কার্যক্রম ও শিক্ষার্থীদের উপস্থিতি সম্পর্কে সরেজমিনে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে ইউএনও বিভিন্ন শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষক ও শিক্ষার্থীদের পাঠদান ও উপস্থিতির বিষয়ে আগ্রহ সহকারে খোঁজ নেন। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে জানতে চান। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষকবৃন্দকে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন তিনি।

বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও পাঠদান পদ্ধতি পর্যবেক্ষণ করে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, “ছাত্রছাত্রীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে হবে। শুধু পড়াশোনা নয়, শৃঙ্খলা ও নৈতিকতা গঠনে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

অকস্মিক এই পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদ্যালয়ে স্বাগত জানান সহকারী প্রধান শিক্ষক খন্দকার মোশতাক আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক ছলিম উল্লাহ পাঠান, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম রফিক, মাহমুদুল হাসান ইমরান, আবু নুমানসহ সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকবৃন্দ।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষকরা ইউএনও’র এই পরিদর্শনকে শিক্ষার মানোন্নয়নের জন্য উৎসাহব্যঞ্জক বলে মন্তব্য করেন। তাঁদের মতে, এমন দিকনির্দেশনামূলক পরিদর্শন শিক্ষকদের দায়িত্ব পালনে আরো মনোযোগী করবে এবং শিক্ষার্থীদের মাঝে বাড়াবে সচেতনতা ও আগ্রহ।

Aucun commentaire trouvé


News Card Generator