ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা পাইলট ক্লাবের উদ্যোগে এক জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ। খেলাটি ভালুকার স্থানীয় মাঠে বিপুল দর্শক সমাগমে সম্পন্ন হয়।
প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল আল মাহমুদ। উদ্বোধনী বক্তব্যে বলেন, “এই ধরনের খেলাধুলা সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি যুব সমাজকে মাদক ও অন্য অপসংস্কৃতি থেকে দূরে রাখতে সাহায্য করে।”
অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা পাইলট ক্লাবের উপদেষ্টা ও ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহাবুদ্দিন আহমেদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিমুন্নেছা চৌধুরানী মোমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও ক্লাবের উপদেষ্টা রফিকুল ইসলাম রফিক এবং ভরাডোবা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহাবুদ্দিন খান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা ফুটবল টিমের সাবেক অধিনায়ক ও কৃতি ফুটবলার প্রবীর সরকার, সাবেক ছাত্রনেতা মাসুদ রানা, ভালুকা পাইলট ক্লাবের সাধারণ সম্পাদক, অন্যান্য সদস্যবৃন্দ, খেলোয়াড় ও ক্রীড়ানুরাগী দর্শকগণ। উপস্থিত সকলে খেলাটি উপভোগ করেন এবং দুই দলের খেলোয়াড়দের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠান শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং আয়োজকদের পক্ষ থেকে সকল অতিথিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।