close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ভালুকা পাইলট ক্লাবের আয়োজনে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
ভালুকা উপজেলা নির্বাহী অফিসার  হাসান আব্দুল আল মাহমুদ। উদ্বোধনী বক্তব্যে বলেন, “এই ধরনের খেলাধুলা সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি যুব সমাজকে মাদক ও অন্য অপসংস্কৃতি থেকে দূরে রাখতে সাহায্য..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা পাইলট ক্লাবের উদ্যোগে এক জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ। খেলাটি ভালুকার স্থানীয় মাঠে বিপুল দর্শক সমাগমে সম্পন্ন হয়।

প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার  হাসান আব্দুল আল মাহমুদ। উদ্বোধনী বক্তব্যে বলেন, “এই ধরনের খেলাধুলা সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি যুব সমাজকে মাদক ও অন্য অপসংস্কৃতি থেকে দূরে রাখতে সাহায্য করে।”

অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা পাইলট ক্লাবের উপদেষ্টা ও ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহাবুদ্দিন আহমেদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিমুন্নেছা চৌধুরানী মোমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও ক্লাবের উপদেষ্টা রফিকুল ইসলাম রফিক এবং ভরাডোবা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহাবুদ্দিন খান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা ফুটবল টিমের সাবেক অধিনায়ক ও কৃতি ফুটবলার প্রবীর সরকার, সাবেক ছাত্রনেতা মাসুদ রানা, ভালুকা পাইলট ক্লাবের সাধারণ সম্পাদক, অন্যান্য সদস্যবৃন্দ, খেলোয়াড় ও ক্রীড়ানুরাগী দর্শকগণ। উপস্থিত সকলে খেলাটি উপভোগ করেন এবং দুই দলের খেলোয়াড়দের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠান শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং আয়োজকদের পক্ষ থেকে সকল অতিথিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

Keine Kommentare gefunden