ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা বাজারে দীর্ঘদিন ধরে চলমান যানজট সমস্যার মূল উৎস হিসেবে ফলের দোকান থেকে শুরু করে পাঁচ রাস্তা পর্যন্ত গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলিকে চিহ্নিত করেছেন স্থানীয় ছাত্রদল নেতারা। এই স্থাপনাগুলোর কারণে প্রতিনিয়ত সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে জরুরি রোগী পরিবহনের সময় হাসপাতালে পৌঁছাতে দেখা দেয় মারাত্মক সমস্যা।
ভালুকা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান বাবু এক বিবৃতিতে জানান,"ফলের দোকান থেকে পাঁচ রাস্তা পর্যন্ত অবৈধ দখলদারদের কারণে ভালুকা বাজারে চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। যানজটের কারণে রোগী নিয়ে হাসপাতালে যাওয়া দুঃসাধ্য হয়ে দাঁড়ায়। এই জায়গাটি সম্পূর্ণভাবে পরিষ্কার রাখা এখন সময়ের দাবি।"
তিনি আরও বলেন, "যানজটমুক্ত ভালুকা গড়তে উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ কাজ করছেন, তার উদ্যোগ প্রশংসার দাবিদার। তিনি যেন কোন চাপ বা আবেগের কাছে নতজানু না হয়ে বৃহৎ স্বার্থে কাজ করে যান-আমরা সেই দাবি জানাচ্ছি।"
বাবু তার বিবৃতিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বাজার ব্যবস্থাপনা ও চলাচল সহজ করতে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করে এলাকার জনগণের দুর্ভোগ লাঘব করা এখন অত্যন্ত প্রয়োজন।
এই সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনের দ্রুত ও কার্যকরী পদক্ষেপ কামনা করছেন সচেতন মহল।