ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা পৌর শহরের গুরুত্বপূর্ণ ওভার ব্রিজটির প্লেইট মেরামতের কাজ অবশেষে শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে এই ব্রিজের প্লেইট ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে থাকলেও তা মেরামতের কোনো কার্যক্রম শুরু হয়নি, ফলে এলাকাবাসীর ভোগান্তি চরমে পৌঁছেছিল। তবে উপজেলা প্রশাসনের টানা তদবির ও আন্তরিক প্রচেষ্টার ফলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে মেরামত কাজ শুরু করেছে।
ভালুকা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “উপজেলা প্রশাসনের দীর্ঘ প্রচেষ্টা এবং সড়ক ও জনপথ বিভাগের আন্তরিকতায় আমাদের ওভার ব্রিজের প্লেইট মেরামতের কাজ শুরু হয়েছে। এলাকাবাসীর ভোগান্তি নিরসনে এটি একটি বড় অগ্রগতি।”
উল্লেখ্য, ভালুকার এই ওভার ব্রিজটি প্রতিদিন হাজারো পথচারী এবং যানবাহন চলাচলের অন্যতম প্রধান সংযোগস্থল। দীর্ঘদিন ধরে ব্রিজের কিছু অংশ বিশেষ করে প্লেইটগুলো ক্ষয়ে গিয়ে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছিল। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের মাঝে উদ্বেগের সৃষ্টি করে।
স্থানীয়রা জানিয়েছেন, ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদের এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে এলাকায় চলাচলের নিরাপত্তা নিশ্চিত হবে এবং শহরের যোগাযোগ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে। মেরামতকাজ দ্রুত শেষ হবে বলে প্রত্যাশা করছেন সবাই।
এ বিষয়ে সওজ বিভাগের এক কর্মকর্তা জানান, “আমরা কাজ শুরু করেছি। যত দ্রুত সম্ভব ব্রিজের প্লেইটগুলো মেরামত করে চলাচলের জন্য সম্পূর্ণ নিরাপদ করে তোলা হবে।”
এটি ভালুকার উন্নয়ন ও জননিরাপত্তায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।