close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ভালুকায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু!..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
বৃহষ্পতিবার দুপুরে বাড়ির পাশে খেলার সময় অসাবধানতাবশত সে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর বাড়ির লোকজন খেয়াল করে তাকে খুঁজতে শুরু করে এবং পরে পুকুর থেকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় নানার বাড়িতে বেড়াতে এসে ওয়ালিদ মাহমুদ (৮) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার (১২ জুন) দুপুরে ভালুকা উপজেলার ধলিয়া ইউনিয়নের পলাশতলী পাড়ায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

মৃত ওয়ালিদ মাহমুদ গফরগাঁও উপজেলার ভরভরা গ্রামের বাসিন্দা ও মৃত ওহিদুজ্জামানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে ওয়ালিদ গত বুধবার (১১ জুন) তার মায়ের সঙ্গে ভালুকার ধলিয়া পলাশতলী পাড়ায় নানার বাড়িতে বেড়াতে আসে।

পরদিন বৃহষ্পতিবার দুপুরে বাড়ির পাশে খেলার সময় অসাবধানতাবশত সে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর বাড়ির লোকজন খেয়াল করে তাকে খুঁজতে শুরু করে এবং পরে পুকুর থেকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, “স্থানীয় এক ব্যক্তি আমাদের এ ঘটনায় অবগত করেছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

হঠাৎ এই মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিশু ওয়ালিদ ছিল পরিবারের একমাত্র ছেলে সন্তান।


সাজ্জাদুল আলম খান
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
০১৬৮০-৩৯৯০১৫

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator