ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-এ “উপজেলা বিএনপি” নামক একটি আইডি ও পেইজ হতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আলহাজ্ব মোর্শেদ আলম, আহ্বায়ক (ভারপ্রাপ্ত), ভালুকা উপজেলা বিএনপি-কে লক্ষ্য করে নানা ধরনের মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, ওই পেইজ বা আইডি হতে বিভিন্ন ধরনের এডিটিং অ্যাপসের মাধ্যমে ভিডিও তৈরি করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
অজ্ঞাতনামা ব্যক্তি বা একটি সংঘবদ্ধ কু-চক্র মহল এ কাজে লিপ্ত হয়ে নিয়মিতভাবে আলহাজ্ব মোর্শেদ আলমের রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত সম্মান ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এসব কর্মকাণ্ডের ফলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং নেতার ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে।
এই নিন্দনীয় ও ঘৃণ্য অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভালুকা উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য সাদিকুর রহমান সজিব।
তিনি এক বিবৃতিতে বলেন, আলহাজ্ব মোর্শেদ আলম একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে যারা মিথ্যাচার ও ষড়যন্ত্রে লিপ্ত, তারা মূলত বিএনপির সাংগঠনিক শক্তি নস্যাৎ করার গভীর ষড়যন্ত্র করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং দ্রুত দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।”
তিনি আরও বলেন, “আমরা দলীয়ভাবে এ ধরনের কুৎসিত অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার এবং প্রয়োজনে সাংগঠনিকভাবে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।”
এ বিষয়ে সাধারণ জনগণ ও দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয় এবং একই সঙ্গে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য শেয়ার বা প্রচারে অংশ না নিতে অনুরোধ জানানো হয়।