ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় মেদিলা মোছাফির মঞ্জিল দাখিল মাদরাসার নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ফজলুল হক ও অন্যান্য সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) সকালে মাদরাসার হলরুমে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি একেএম ফজলুল হক। তিনি বলেন, “এই মাদরাসার শিক্ষার মান আরও উন্নত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় মাদরাসাকে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা হবে।”
সংক্ষিপ্ত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মাদরাসার সুপার মাওলানা মোঃ নাজমুল আলম, মেদিলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম খাইরুল বাশার, বিশিষ্ট শিক্ষানুরাগী মোস্তাফিজুর রহমান রয়েল, বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন বিএসসি, ইউপি সদস্য আবু সাইদ, মাওলানা আব্দুর রশিদ, ও বুলবুল মন্ডল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ব্যবসায়ী আব্দুল আজিজ, মজিবুর রহমান, গোলাম রব্বানী, ফারুক সরকার, সমাজসেবক মোঃ সবুজ ঢালী, সারোয়ার আলম, রুহুল মিয়া, আশরাফুল ঢালী, হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আব্দুর রশিদ, সাইবালী মিয়া, আব্দুল আওয়াল মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ
বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ রক্ষা এবং নৈতিকতা ভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়, যাতে প্রতিষ্ঠানের সার্বিক সফলতা ও উন্নয়ন কামনা করা হয়।