close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ভালুকায় কৃষকদের সঙ্গে মতবিনিময় করলেন কৃষি কর্মকর্তারা

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
উপপরিচালক ড. মোছা: নাছরিন আক্তার বানু সম্প্রতি ভালুকা উপজেলায় অনুষ্ঠিত একাধিক কৃষি কার্যক্রমে অংশগ্রহণ করেন।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোছা: নাছরিন আক্তার বানু সম্প্রতি ভালুকা উপজেলায় অনুষ্ঠিত একাধিক কৃষি কার্যক্রমে অংশগ্রহণ করেন। এসময় তিনি স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং কৃষি উন্নয়ন ও টেকসই উৎপাদন ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (পিপি) মোঃ মাসুদুর রহমান এবং ভালুকা উপজেলা কৃষি অফিসার নুসরাত জামান। তারা মাঠ পর্যায়ে কৃষকদের নানা সমস্যার কথা শোনেন এবং তা সমাধানে কীভাবে আধুনিক প্রযুক্তি ও সরকারিভাবে প্রদত্ত সুযোগ-সুবিধা কাজে লাগানো যায়, সে বিষয়ে আলোকপাত করেন।

ড. নাছরিন আক্তার বানু বলেন, "বর্তমান সরকার কৃষি উন্নয়নে অত্যন্ত আন্তরিক। আমরা মাঠ পর্যায়ে কৃষকদের পাশে থেকে কাজ করছি যাতে উৎপাদন বাড়ে, কৃষক স্বাবলম্বী হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করা যায়।"

ভালুকার বিভিন্ন ইউনিয়নে ঘুরে উপপরিচালক ও কর্মকর্তারা চলমান কৃষি প্রকল্প, প্রদর্শনী প্লট, এবং কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। কৃষকদের প্রশিক্ষণ ও সহায়তায় আরও নতুন পরিকল্পনার কথাও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয় কৃষকেরা এমন আয়োজন ও কর্তৃপক্ষের সরাসরি অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন এবং নিয়মিত এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান।

कोई टिप्पणी नहीं मिली