ভালুকায় জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান ও অটো চালক দলের নেতৃবৃন্দের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
দোয়া ও মোনাজাতে দেশের শান্তি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং কারাবন্দী নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।..

 ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ জেলা শাখা ও ভালুকা উপজেলা ও পৌর শাখার জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটো চালক দলের নেতৃবৃন্দ শুক্রবার (১৩ জুন) বিএনপির প্রয়াত বরেণ্য নেতাদের কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেন।

এই দিনে নেতৃবৃন্দ কবর জিয়ারত করেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য, ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মরহুম আমানুল্লাহ চৌধুরী।

এছাড়াও কবর জিয়ারত করা হয়, ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত কমল খান। ভালুকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত শামসুদ্দিন আহমেদ। ভালুকা পৌর বিএনপির সাবেক সভাপতি প্রয়াত আলহাজ্ব গিয়াস উদ্দিন আহমেদ। ভালুকা উপজেলা বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক আবুল হাশেম। ভালুকা পৌরসভার সাবেক দুইবারের নির্বাচিত মেয়র ও পৌর বিএনপির সাবেক সদস্য প্রয়াত আলহাজ্ব মফিজ উদ্দিন সরকার।

উক্ত কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন, বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত যে সকল ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন, সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং তাঁদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

দোয়া ও মোনাজাতে দেশের শান্তি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং কারাবন্দী নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

Walang nakitang komento


News Card Generator