close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ভালুকায় ইউএনওকে শিক্ষক সমিতির ঈদ শুভেচ্ছা জ্ঞাপন

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
হাসান আবদুল্লাহ আল মাহমুদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। ঈদ-উল-আযহা উপলক্ষে ৩ জুন বিকালে এক সৌজন্য সাক্ষাৎকালে তাঁকে ঈদ কার্ড উপহার দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষক নেতারা।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব হাসান আবদুল্লাহ আল মাহমুদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। ঈদ-উল-আযহা উপলক্ষে ৩ জুন বিকালে এক সৌজন্য সাক্ষাৎকালে তাঁকে ঈদ কার্ড উপহার দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষক নেতারা।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ। তাঁরা ইউএনও মহোদয়ের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষক সমাজের প্রতি তাঁর সদয় সহযোগিতা ও শিক্ষাবান্ধব দৃষ্টিভঙ্গির জন্য।

এ সময় ইউএনও জনাব হাসান আবদুল্লা আল মাহমুদ শিক্ষক প্রতিনিধিদের আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করেন এবং বলেন, “শিক্ষক সমাজ জাতি গঠনের মূল কারিগর। আপনারা সমাজের আলোকিত মানুষ তৈরি করছেন। প্রশাসনের পক্ষ থেকে সবসময় শিক্ষাব্যবস্থার উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে।”

শিক্ষক নেতারা বলেন, ঈদের আনন্দ সবাইকে নিয়ে ভাগ করে নেওয়ার লক্ষ্যেই এই আয়োজন। তাঁরা উপজেলা প্রশাসনের সঙ্গে পারস্পরিক সম্মান ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

No comments found


News Card Generator