ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হাজিরবাজার এলাকায় হাইওয়ে ও ভালুকা মডেল থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ একটি গাড়ি জব্দ করা হয়েছে। শনিবার (১ জুন) সকালে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মহাসড়কের হাজিরবাজার এলাকায় একটি সন্দেহভাজন গাড়ি থামানোর নির্দেশ দেয়। গাড়িটি থামার পর তল্লাশি চালিয়ে ১২ থেকে ১৩ বস্তা ভর্তি মাদকদ্রব্য পাওয়া যায়।
ভালুকা হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, “মাদকবাহী গাড়িটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহে ব্যবহৃত হচ্ছিল বলে আমাদের কাছে তথ্য ছিল। আজকের সফল অভিযানে আমরা গাড়িটি জব্দ করেছি এবং মাদকদ্রব্য উদ্ধার করেছি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর বলেন, “আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। এই ধরনের অভিযান নিয়মিত চলবে।”
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
		
				
			


















