close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ভালুকায় দুলাভাইয়ের আচরণে কিশোরীর আত্মহত্যা, চিঠিতে লেখা: “আমি তোমাদের ঝামেলা ছিলাম, বিদায় নিলাম”..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
চিঠিতে আরও উল্লেখ রয়েছে, “আমার কথা কেউ বিশ্বাস করবে না, আমি কারও সংসার ভাঙতেও চাই না। আমি বাঁচতে চাইনি, তাই চলে যাচ্ছি।”..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী নিজের হাতে লেখা চিঠি রেখে আত্মহত্যা করেছে। পরিবার সূত্রে জানা যায়, দুলাভাইয়ের অনাকাঙ্ক্ষিত আচরণ এবং মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নেয়।

মর্মান্তিক এই ঘটনার আগে মেয়েটি দুটি পাতায় লেখা একটি চিঠি রেখে যায়। সেখানে সে লিখেছে, “আমি তোমাদের কাছে একটা বোঝা ছিলাম। তোমাদের কারও কোনো দোষ নেই। আমি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমি দুলাভাইকে খুব বিশ্বাস করতাম, কিন্তু উনি আমার সঙ্গে যা করেছেন, তোমরা তা বিশ্বাসও করবে না।”

চিঠিতে আরও উল্লেখ রয়েছে, “আমার কথা কেউ বিশ্বাস করবে না, আমি কারও সংসার ভাঙতেও চাই না। আমি বাঁচতে চাইনি, তাই চলে যাচ্ছি।”

চিঠিতে সে তার পরিবারের প্রতি ভালোবাসার কথাও জানিয়েছে, তবে সে নিজেকে পরিবারের জন্য ‘ঝামেলা’ বা ‘আপদ’ হিসেবে মনে করে বলেছে, “আমি তোমাদের বোঝা ছিলাম, তাই বিদায় নিলাম।”

স্থানীয়রা জানান, মেয়েটি ভালুকার একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। মেধাবী ও শান্ত স্বভাবের মেয়েটির এমন পরিণতিতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় পুলিশ ও প্রশাসন তদন্ত শুরু করেছে। মেয়েটির পরিবার এবং স্থানীয়দের বক্তব্য গ্রহণের পাশাপাশি চিঠিটি জব্দ করা হয়েছে। তদন্তে প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, মেয়েটির আত্মহত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মানবাধিকার সংগঠনগুলো ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছে।

לא נמצאו הערות