ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা পৌরসভার ২নং ওয়ার্ডের ইসলামি ব্যাংকের পিছনের এলাকা ও খান বাড়ী মহল্লার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির পর অবশেষে শুরু হলো ড্রেন নির্মাণের কাজ। ড্রেনের অভাবে এলাকাটি দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যায় ভুগছিল। বর্ষাকালে পানি আটকে জলাশয়ে পরিণত হতো রাস্তাঘাট ও বাসাবাড়ি, ফলে চরম ভোগান্তির মধ্যে পড়তেন স্থানীয় বাসিন্দারা।
আজ সেই দাবির বাস্তবায়নের পথে প্রথম পদক্ষেপ হিসেবে উদ্বোধন করা হলো সরকারি বালিকা বিদ্যালয় মোড় থেকে খীরু নদী পর্যন্ত ড্রেন নির্মাণ কাজের। এই কার্যক্রমের উদ্বোধন করেন ভালুকার উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ।
উপজেলা নির্বাহী অফিসার উদ্বোধনী বক্তব্যে বলেন, “এই ড্রেন নির্মাণ শুধু জলাবদ্ধতা নিরসনই নয়, বরং জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ সংরক্ষণের জন্যও গুরুত্বপূর্ণ। আমরা জনগণের সমস্যা সমাধানে বদ্ধপরিকর।”
এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুততম সময়ের মধ্যে কাজ সম্পন্নের প্রত্যাশা করেন।