close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ভালুকায় বন কর্মকর্তার প্রত্যাহার দাবিতে মানববন্ধন

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
মাজহারুল হক দূর্নীতিবাজ কর্মকর্তা, নিরিহ জনসাধারণের বিরুদ্ধে মিথ্যে মামলা, হয়রানীসহ ঘর করতে গেলেও মোটা অঙ্কের ঘুষ দিতে হয়।..
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় এক বন কর্মকর্তার প্রত্যাহার দাবিতে মানববন্ধন করেছেন ভূক্তভোগী এলাকাবাসি।
 
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার উথুরা রেঞ্জের আঙ্গারগাড়া বিট অফিসের সামনে মানববন্ধনটি অনুঠিত হয়।
 
এসময় বক্তরা বলেন, বিট অফিসার মাজহারুল হক একজন দূর্নীতিবাজ কর্মকর্তা, তিনি নিরিহ জনসাধারণের বিরুদ্ধে মিথ্যে মামলায় হয়রানীসহ কেউ পুরাতন বাড়িতে একটি ঘর ভেঙে নতুন একটি ঘর করতে গেলেও মোটা অঙ্কের ঘুষ দিতে হয়। না দিলেই মামলা দিয়ে হয়রানী করা হয়ে থাকে। সুফল বনায়নের পাহারাদার আবুল কাশেম জানান, বিট অফিসার তার কাছ থেকে মোবাইলের সিম নিয়ে নেয় এবং বেতনের টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন। তারা ওই দূর্নীতিবাজ কর্মকর্তার প্রত্যাহার ও শাস্তির দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন, মো: গোলাম মোস্তফা (ধনু তালুকদার), সাইফুল ইসলাম, আশিক তালুকদার, বিল্লাল হোসেন, তারেক আহম্মেদ ও আবুল কাশেম।
לא נמצאו הערות


News Card Generator