ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর আয়োজনে এবং ভালুকা উপজেলা প্রশাসনের সহযোগিতায় “বিনিয়োগ উন্নয়ন এবং ওএসএস প্ল্যাটফর্মে ট্রেড লাইসেন্স সেবা অন্তর্ভুক্তিকরণ” শীর্ষক এক কর্মশালা আজ সকালে ভালুকা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের সচিব, রেজাউল মাকসুদ জাহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম।
কর্মশালায় বিডা’র কর্মকর্তারা দেশের বিনিয়োগবান্ধব পরিবেশ, ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মের গুরুত্ব, এবং এর আওতায় ট্রেড লাইসেন্স সেবা অন্তর্ভুক্তির ফলে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের যেসব সুবিধা মিলবে, তা নিয়ে আলোচনা করেন।
প্রশ্নোত্তর পর্বে ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল বলেন, “বিগত সরকারের সময় কিছু ঠিকাদার অর্ধেক কাজ করে চলে যাওয়ায় ভালুকার বিভিন্ন সড়কের বেহাল অবস্থা তৈরি হয়েছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে।”
তিনি নতুন করে সেই সব কাজ পুনরায় শুরু করার আহ্বান জানান এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তার বক্তব্যের প্রেক্ষিতে স্থানীয় সরকারের সচিব মহোদয় ভালুকার ভরাডোবা নতুন বাসস্টেশন থেকে ধলিয়া বাজার পর্যন্ত সড়ক এবং ডাকাতিয়া ইউনিয়নের দুটি সড়ক দ্রুত টেন্ডার আহ্বান করে সংস্কার কাজ শুরু করার নির্দেশ দেন।