ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ-১১ ভালুকা আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণাকালে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ভালুকা পৌর বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শামসুল হক গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, রবিবার (২৫ জানুয়ারি) সকালে নির্বাচনী প্রচারণা চলাকালে একদল সন্ত্রাসী অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় শামসুল হকের একটি হাত ভেঙে যায় এবং তিনি রক্তাক্ত জখম হন। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
হামলায় আহত নেতার চিকিৎসা ও সার্বিক খোঁজখবর নিতে হাসপাতালে যান ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহত নেতার পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা অভিযোগ করেন, নির্বাচনী মাঠে বিএনপির প্রার্থীর জনপ্রিয়তা দেখে একটি মহল পরিকল্পিতভাবে সহিংসতা সৃষ্টি করে ভীতির পরিবেশ তৈরি করতে চাইছে।
স্থানীয় বিএনপি নেতারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।



















