ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। রবিবার বিকেলে একটি চলন্ত সিএনজি থেকে পড়ে গিয়ে এক মহিলা গুরুতরভাবে আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি দ্রুতগতিতে চলছিল এবং মহিলাটি ঠিকমতো বসতে না পারায় হঠাৎ ছিটকে পড়ে যান।
দুর্ঘটনার পরপরই আশপাশের মানুষ ছুটে আসেন এবং চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা চালককে হালকা মারধরও করেন। পরে স্থানীয় কিছু ব্যক্তি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সাধারণ জনগণের অভিযোগ, এ ধরনের ঘটনা ভালুকা এলাকায় হরহামেশাই ঘটছে। সিএনজি চালকদের অসচেতনতা, অতিরিক্ত যাত্রী বহন ও যানবাহনের অনিয়ন্ত্রিত গতি এসব ঘটনার প্রধান কারণ বলে তারা মনে করেন। এছাড়া, প্রশাসনের নজরদারির অভাবও দুর্ঘটনার সংখ্যা বাড়িয়ে দিচ্ছে।
একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, "প্রতিদিন এখানে শত শত সিএনজি চলে, কিন্তু কোনো নিয়ম মানে না। প্রশাসনের উচিত নিয়মিত অভিযান চালিয়ে এসব নিয়ন্ত্রণে আনা।"
স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ আশা করছেন, যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ভবিষ্যতে এড়ানো যায়।