ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে পাচ রাস্তা মোড় পর্যন্ত সড়কের পাশ ঘেঁষে আবারও যত্রতত্রভাবে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট ও ভাসমান ব্যবসা প্রতিষ্ঠান। এতে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। সৃষ্টি হচ্ছে যানজট এবং জনদুর্ভোগ।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল (২২ মে) বিকাল বেলা পুনরায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে। এই অভিযান চলবে ধারাবাহিকভাবে।
ভালুকা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এক বার্তায় বলেন, “আমরা ইতোমধ্যে কয়েকবার এই এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, কিছুদিন পর আবারও অবৈধভাবে দোকান বসানো শুরু হয়। এই পরিস্থিতি সহ্য করা হবে না। তাই আগামীকাল আবারও অভিযান চালানো হবে এবং এটি ধারাবাহিকভাবে চলবে যতক্ষণ না এলাকা পুরোপুরি অবৈধ দখলমুক্ত হয়।”
তিনি আরও বলেন, “সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি, অভিযানের পূর্বেই নিজ দায়িত্বে অবৈধভাবে স্থাপিত দোকানপাট সরিয়ে নিন। না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, ভালুকা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত। প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে এই রুট দিয়ে। তাই এলাকাটি দখলমুক্ত রাখার বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।