ময়মনসিংহের ভালুকায় পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খানের উদ্যোগে ভালুকা পৌরসভার ৯ নং ওয়ার্ডে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সারাদিন ব্যাপী ১ হাজার মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় আলহাজ্ব হাতেম খান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায়, তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ভালুকা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে দশ বছর যাবত প্রত্যেক ঈদের আগে নিজস্ব অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে আসছি। তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ৯নং ওয়ার্ডে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডেই এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে। এসময় পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
没有找到评论



















