close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ভালোবাসা, ভুল আর বিচ্ছেদ— রিনা দত্ত থেকে গৌরী স্প্র্যাট পর্যন্ত আমির খানের জীবনের গল্প..

Zahidul Islam avatar   
Zahidul Islam
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খানের ব্যক্তিগত জীবন বরাবরই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। ক্যারিয়ারের শুরুর দিকেই প্রেমে পড়েন রিনা দত্তের, আর পরিবারের আপত্তি উপেক্ষা করে মাত্র ২১ বছর বয়সে, ১..

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খানের ব্যক্তিগত জীবন বরাবরই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। ক্যারিয়ারের শুরুর দিকেই প্রেমে পড়েন রিনা দত্তের, আর পরিবারের আপত্তি উপেক্ষা করে মাত্র ২১ বছর বয়সে, ১৯৮৬ সালের ১৮ এপ্রিল বিয়ে করেন তাকে। প্রেমের গভীরতা এমন ছিল যে, রিনার মন জেতার জন্য একসময় রক্ত দিয়ে চিঠিও লিখেছিলেন আমির।

তবে সেই প্রেমময় সংসারও টেকেনি। দুই সন্তানের জনক-জননী হয়েও ২০০২ সালে বিচ্ছেদ ঘটে তাদের। শোনা যায়, এই বিচ্ছেদ আমিরের জীবনে বড়সড় মানসিক ধাক্কা নিয়ে আসে। রাতের পর রাত তিনি মদ্যপানে ডুবে থাকতেন। পরে এক সাক্ষাৎকারে আমির নিজেই বলেন, “রিনাকে বিয়ে করাটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি। মাত্র চার মাসের পরিচয়ে বিয়েটা করে ফেলেছিলাম।”

তবে বিচ্ছেদের পরও রিনা ও আমির একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থেকেছেন। রিনা কখনও আমিরকে নিয়ে অপ্রীতিকর মন্তব্য করেননি, বরং আমিরও প্রকাশ্যে রিনার সম্মান করে আসছেন।

একটি সম্পর্কের পরিসমাপ্তি, আরেকটির সূচনা
‘লাগান’ ছবির শুটিংয়ের সময় সহকারী পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে পরিচয় হয় আমিরের। ধীরে ধীরে সেই পরিচয় রূপ নেয় গভীর বন্ধুত্বে এবং পরে প্রেমে। রিনার সঙ্গে দাম্পত্যে একঘেয়েমি আসতেই শেষ পর্যন্ত ২০০২ সালে রিনার সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন আমির। এরপর ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন।

দীর্ঘ ১৫ বছরের সংসার জীবনের পর কিরণ-আমিরের সম্পর্কেও ফাটল ধরে। ২০২১ সালে তারা আলাদা হওয়ার ঘোষণা দেন। তবে তাদের পুত্র আজাদকে যৌথভাবে বড় করছেন দুজন।

নতুন অধ্যায়ের খোঁজে
কিরণের সঙ্গে বিচ্ছেদের পর এবার আলোচনায় এসেছে আমিরের নতুন সঙ্গিনী গৌরী স্প্র্যাট। শোনা যাচ্ছে, বর্তমানে এই লেখিকা ও থেরাপিস্ট গৌরীর সঙ্গেই একত্রবাস করছেন আমির। যদিও এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ভালোবাসা, সম্পর্ক, ভুল সিদ্ধান্ত ও বিচ্ছেদের এই গল্প যেন আমির খানের জীবনের এক অনন্য অধ্যায়, যেখানে তার ব্যক্তিগত জীবনও হয়ে উঠেছে সিনেমার মতো নাটকীয়।

لم يتم العثور على تعليقات