close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ভা র ত-পা কি স্তান সংঘাতে আমে রি কা কার পক্ষে?

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত যখন পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কড়া পদক্ষেপ নেয়, তখন উত্তেজনার পারদ চড়তে শুরু করে উপমহাদেশে। পাল্টা জবাব দিতে একদিন অপেক্ষার পর পাকিস্তানও ভারতের ..

যুক্তরাষ্ট্রের স্পষ্ট বার্তা: “আমরা নিরপেক্ষ”

এই প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্র সোজাসুজি জানিয়ে দিয়েছে—তারা কোনো পক্ষ নিচ্ছে না। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “কাশ্মীর ইস্যুতে আমাদের অবস্থান স্পষ্ট—আমরা নিরপেক্ষ। আমরা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং এখনই কোনো একতরফা অবস্থান নেওয়ার সময় নয়।”

তিনি আরও জানান, ভারত-অধিকৃত কাশ্মীরের পহেলগামে যেভাবে ভয়াবহ হামলা চালানো হয়েছে, তা যুক্তরাষ্ট্র ঘৃণা ও নিন্দার চোখে দেখছে। যারা এই হামলার জন্য দায়ী, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব কি এখনও সক্রিয়?

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চান, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর ইস্যুতে যেভাবে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন, তা কি এখনও কার্যকর বা আলোচনায় আছে?

জবাবে ট্যামি ব্রুস কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, “এই বিষয়ে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী আগেই তাদের অবস্থান ব্যাখ্যা করেছেন। আমার কাছে নতুন করে বলার কিছু নেই।”

বিশ্লেষণ: যুক্তরাষ্ট্রের নিরপেক্ষতা আসলেই নিরপেক্ষ তো?

যদিও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ অবস্থান নিয়েছে, কিন্তু কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—এই নিরপেক্ষতা কতটা কার্যকর? কারণ, ইতিহাস বলছে, যুক্তরাষ্ট্রের সম্পর্ক বরাবরই ভারতের সঙ্গে কৌশলগতভাবে ঘনিষ্ঠ। আবার পাকিস্তানও ওয়াশিংটনের পুরনো সামরিক সহযোগী।

এখন দেখার বিষয়—এই দ্বৈত সম্পর্কের ভারসাম্য বজায় রেখে যুক্তরাষ্ট্র কতটা সফলভাবে এই সংকটময় পরিস্থিতি সামাল দিতে পারে।


শিরোনাম প্রস্তাব:

  1. ভারত-পাকিস্তান সংঘাতে কার পক্ষে আমেরিকা? মুখ খুললো যুক্তরাষ্ট্র

  2. কাশ্মীর ইস্যুতে উত্তাল উপমহাদেশ, যুক্তরাষ্ট্রের নিরপেক্ষ বার্তা

  3. পহেলগামে হামলার পর ভারত-পাকিস্তান সংঘাত: আমেরিকার অবস্থান কী?

ইউটিউব থাম্বনেইলের টেক্সট আইডিয়া (বাংলায়):

  • 🇮🇳ভারত বনাম পাকিস্তান🇵🇰: আমেরিকা কাকে সাপোর্ট করে?

  • কাশ্মীরে ভয়াবহ হামলা! যুক্তরাষ্ট্র বললো কী?

  • ভারত-পাকিস্তান যুদ্ধ? আমেরিকার চুপ থাকার রহস্য!

نظری یافت نشد