close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বগুড়ার শেরপুরে খেঁজুরের রস পানে ৬ বছরের মাদ্রাসা ছাত্রের মৃত্যু..

Md Barhan Uddin avatar   
Md Barhan Uddin
বগুড়ার শেরপুর উপজেলায় খেঁজুরের রস পান করার পর অসুস্থ হয়ে মাহিন বাবু (৬) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত মাহিন বাবু উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের বাগড়া চকপোতা দুবলাগাড়ী গ্রামের আপেল ম..

নিহত ফুয়াদের দাদা এম রহমান মজনু বলেন, গত রবিবার সকালে নিজ বাড়িতে খেঁজুরের কাঁচা রস পান করার পর মাহিন বাবু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এরপর দুই বার বমি হয়। তখন তাকে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড  করা হয়। সেখানে অবস্থা আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পরামর্শ দিলে এনায়েতপুর নেওয়ার পর রাত ১০টার দিকে শিশু মাহিম বাবু মরা যায়। সোমবার বেলা ১১টার দিকে নিজ গ্রামে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ ইব্রাহিম আলী বলেন, বিষয়টি আমাদের জনা নেই। শীত মৌসুমে কাঁচা খেঁজুরের রস পান নিয়ে নতুন করে সতর্কতার প্রয়োজনীয়তার কথা বলছেন।

No comments found


News Card Generator