জিহাদ কাজী
বগুড়া শীববাটি এলাকার রিক্স চালক শাকিল আহমেদ (৪০)নামে এক জনকে হত্যার
ঘটনায় বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক জিতু ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে শহরের ফুলবাড়ী এলাকার করতোয়া নদীর ঘাটে এ ঘটনা ঘটে। নিহত শাকিল আহমেদ (৪০) শহরের শিববাটি শাহি মসজিদ এলাকার সাজুর ছেলে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, দীর্ঘদিন ধরে জিতু ইসলাম শাকিল আহমেদের ১৪ বছর বয়সী মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় শাকিলের সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা ১২টার দিকে কয়েকজন মোটরসাইকেলে এসে শাকিলকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে করতোয়া নদীর ঘাট এলাকায় তাকে বেধড়ক মারধর করা হয়। এক পর্যায়ে শাকিল গুরুতর আহত হয়। পরে অভিযুক্তরা শাকিলকে ছিনতাইকারী বলে পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিল। তবে বিষয়টি বুঝতে পেরে পুলিশ তাকে হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়। তারপর তারা তাকে ফেলে পালিয়ে যায়
পরে স্থানীয় লোকজন শাকিলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ/ত্যু হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, ‘‘ঘটনার পরপরই পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে জিতু ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত কিছু আলামত উদ্ধার করা হয়েছে। জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।’’
জিতুর নামে আরও চারটি মামলা রয়েছে।
জানা যায়, অভিযুক্ত জিতু এর আগে জেলা যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। রাজনৈতিক অঙ্গনে তার অতীত নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। নিহতের স্বজনরা দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			