close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বগুড়ায় আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পা‌লি‌য়ে‌ছে আসামী..

Md Barhan Uddin avatar   
Md Barhan Uddin
বগুড়ায় আদালত চত্বর থেকে শাহিন নামে এক আসামির পালিয়ে যাওয়ার খবর জানা গেছে । বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বগুড়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।..

পালিয়ে যাওয়া শাহিন ওরফে মিরপুর (১৯) বগুড়া সদর উপজেলার সাবগ্রাম চাঁনপাড়া এলাকার নুর আলমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর রাতে শহরের চকসূত্রাপুর এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালিত হচ্ছিল। ওই সময় রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা অবস্থায় স্থানীয়রা তাকে আটক করে। পরে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা।

পরদিন বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ। সন্ধ্যায় আদালত চত্বরে হাজতখানা সংলগ্ন স্থানে তাকে দাঁড় করিয়ে রাখা হলে সুযোগ বুঝে হঠাৎ দৌড়ে পালিয়ে যায় শাহিন।

বগুড়ার কোর্ট ইন্স‌পেক্টর শহীদুল ইসলাম ঘটনার সত‌্যতা নিশ্চিত ক‌রে বলেন, তা‌কে স‌ন্দেহভাজন আসামী হি‌সে‌বে ১৬১ ধারায় আদালতে চালান দেয়া হ‌য়ে‌ছি‌লো। অন‌্য আসামী‌দের সা‌থে আদালত থে‌কে তা‌কে কারাগা‌রে নি‌য়ে যাওয়ার জন‌্য প্রিজনভ‌্যা‌নেও তোলা হ‌য়ে‌ছি‌লো। কিন্তু তার হাত‌কড়া হয়তো লুজ ছি‌লো বা নষ্ট ছি‌লো। একটা হাতকড়া তো দুইজন আসামী‌র হা‌তে লাগা‌নো হয়। এক হা‌তে হাতকড়া থাকায় সে সেটা খু‌লে দৌ‌ড়ে পালি‌য়ে যায়।

তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান কোর্ট ইন্স‌পেক্টর।

বগুড়া সদর থানার ওসি (তদন্ত) মাহফুজুল আলম জানান, খবরটি শুনেছি। তবে ওই আসামিকে আটকের বিষয়ে এখনও খবর নেই।

 

No comments found


News Card Generator