বগুড়ার শাজাহানপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক..

মিনহাজুল বারী avatar   
মিনহাজুল বারী
****

মিনহাজুল বারী, বগুড়াঃ

বগুড়া জেলার শাজাহানপুর থানার পুলিশ অভিযান চালিয়ে ১৪ (চৌদ্দ) পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

২৬ জুলাই ২০২৫ তারিখ রাত আনুমানিক ৯:৩০ মিনিটে শাজাহানপুর থানাধীন খরনা বাজার সংলগ্ন কর্মকারপাড়া গ্রামের কালীপুকুরের দক্ষিণ পাড়ে আকাশমনি গাছের বাগানে অভিযান চালানো হয়। শাজাহানপুর থানার এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে মোঃ আঃ হামিদ (৫৫), পিতা- মৃত আঃ সামাদ, সাং- পারতেখুর, হাজীপাড়া, থানা- শাজাহানপুর, জেলা- বগুড়াকে আটক করা হয়। তার হেফাজত থেকে ১৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরপূর্বক তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tidak ada komentar yang ditemukan