২৬ জুলাই ২০২৫ তারিখ রাত আনুমানিক ৯:৩০ মিনিটে শাজাহানপুর থানাধীন খরনা বাজার সংলগ্ন কর্মকারপাড়া গ্রামের কালীপুকুরের দক্ষিণ পাড়ে আকাশমনি গাছের বাগানে অভিযান চালানো হয়। শাজাহানপুর থানার এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে মোঃ আঃ হামিদ (৫৫), পিতা- মৃত আঃ সামাদ, সাং- পারতেখুর, হাজীপাড়া, থানা- শাজাহানপুর, জেলা- বগুড়াকে আটক করা হয়। তার হেফাজত থেকে ১৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরপূর্বক তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।