close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা!

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শরিফুল ইসলাম জিন্নাহ এবং তার স্ত্রী মোহসীনা আকতারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শরিফুল ইসলাম জিন্নাহ এবং তার স্ত্রী মোহসীনা আকতারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা এবং দুদকের উপপরিচালক মো. সিফাত হাসান দেশত্যাগে নিষেধাজ্ঞার জন্য আবেদন করেন। দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর আবেদনের পক্ষে শুনানি করেন। এরপর বিচারক কার্যকর নিষেধাজ্ঞার আদেশ দেন। দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন কালবেলা বিষয়টি নিশ্চিত করেছেন। আবেদনে বলা হয়েছে, সাবেক এমপি শরিফুল ইসলাম ও তার স্ত্রী মোহসীনা আকতার তাদের জ্ঞাত আয় বহির্ভূত ২ কোটি ৬১ লাখ ৪৬ হাজার ৩৭২ টাকার সম্পদ অর্জন করেছেন এবং এর তথ্য গোপন, স্থানান্তর ও হস্তান্তর করেছেন। এছাড়া, বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে, তারা সপরিবারে বিদেশে পালানোর চেষ্টা করছেন। তদন্তের স্বার্থে তাদের বিদেশ যাওয়া বন্ধ করার জন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ঘটনা তদন্তের মধ্যে দিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোর বিস্তারিত খতিয়ে দেখা হবে।
Tidak ada komentar yang ditemukan