স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, আজ শনিবার (২১ জুন) দুপুরে দেড়টার দিকে বেজোড়া ঘাটপাড়া এলাকায় করতোয়া নদীতে অজ্ঞাতনামা এক যুবকের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর তারা পুলিশকে খবর দিলে দিলে বেলা ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহত যুবকের পরিচয় নিশ্চিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
স্থানীয়দের অনেকে লাশটি দেখে ধারণা করছেন মৃত ব্যক্তি মানুষিকভারসাম্যহীন।