পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন ধরে রুমেলের আচরণ ও চলাফেরায় অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল। কাজে যেতেন না, পরিবারেও খুব একটা মিশতেন না। সোমবার দুপুরে সবাইকে অগোচরে তিনি বাড়িতে কীটনাশক জাতীয় বিষ পান করেন।
পরিবার বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রুমেলের মৃত্যু হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক অস্থিরতার কারণে রুমেল আত্মহত্যা করেছেন। পরিবার কোনো অভিযোগ না করায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।



















