বগুড়ায় তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দেয়া ভূয়া ব্যারিস্টার গ্রেফতার..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বগুড়ায় তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে অর্থ আত্মসাৎকালে ভূয়া ব্যারিস্টার শামীম রহমান গ্রেফতার হয়েছেন; প্রতারণার শিকার দলীয় নেতাকর্মীরা পুলিশের কাছে অভিযোগ করেছেন।..

বগুড়ার গোয়েন্দা পুলিশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগে শামীম রহমান (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। শামীম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ করে তাদের বিভিন্ন পদ-পদবি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকাও হাতিয়ে নিয়েছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উত্তরা পূর্ব থানাধীন মাটির মসজিদ এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ডজন খানেক বিভিন্ন কোম্পানির সিমকার্ড, মোবাইল ফোন, চারটি ব্যাংকের এটিএম কার্ড এবং স্বাক্ষরিত ফাঁকা চেক।

হারুন-উর রশিদ নামে একজন বগুড়া শহরের বাসিন্দা গত ২ জুলাই সদর থানায় অভিযোগ করেন, যেখানে তিনি জানান যে, শামীম নামের ওই ব্যক্তি নিজেকে তারেক রহমানের চাচাতো ভাই ও ব্যারিস্টার পরিচয় দিয়ে দলের নেতা-কর্মীদের পদ-পদবি দেয়ার নামে টাকা দাবি করে আসছিলেন।

পুলিশ জানায়, গত ২২ জুন বিকেলে শামীম মো: ইমরান হোসেন ও মো: গোলাম রব্বানী জায়েদার সঙ্গে মম-ইন কফি শপে কথা বলে যুবদলের পদ দেয়ার নাম করে তাদের থেকে মোট এক লাখ ৫০ হাজার টাকা নিয়েছেন। পরে তারা জানতে পারেন শামীমের কোনো সম্পর্ক নেই তারেক রহমানের সঙ্গে এবং তার নামেও কোনো ব্যারিস্টার লাইসেন্স নেই।

বগুড়া জেলা পুলিশের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার উত্তরা পূর্ব থানায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম স্বীকার করেন প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করতে নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চাচাতো ভাই পরিচয় দেয়ার কথা।

এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয় এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। অতিরিক্ত জেলা পুলিশ সুপার রায়হান ও ডিবির ওসি ইকবাল বাহার সাংবাদিকদের ব্রিফ করেছেন।

এ ঘটনার মাধ্যমে রাজনৈতিক দলের নাম ব্যবহার করে অর্থ আত্মসাৎ ও প্রতারণার ঘটনা আবারও উদ্বেগজনক আকার ধারণ করেছে, যা প্রশাসনের তৎপরতায় কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। পুলিশ এই ধরনের প্রতারণার বিরুদ্ধে কড়া নজরদারি অব্যাহত রাখবে বলে জানান।

Walang nakitang komento