close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বগুড়া শেরপুরে বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার ৪..

Md Barhan Uddin avatar   
Md Barhan Uddin
বগুড়ার শেরপুর উপজেলায় বিএনপির পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর সংঘটিত ওই ঘটনার প্রায় এক বছর পর, ২০২৪ সালের ১৫ নভেম্বর উপজেলা বি..

পুলিশ জানায়, মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার গাড়িদহ ইউনিয়নের মৃত রমজান আলির ছেলে ইউনিয়ন কৃষক লীগের সদস্য হারুনুর রশিদ (৩৯), মৃত শরাফত উল্লাহর ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আমিনুর রহমান (৪৫),

মৃত রফিকুল ইসলামের ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত হাসান রানা (৩৬) এবং মৃত আব্বাস আলী প্রামানিকের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কামরুল হাসান (৪৫)।

এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, গ্রেপ্তারকৃতদের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে

Ingen kommentarer fundet


News Card Generator