close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বগুড়ায় করতোয়া নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় করতোয়া নদী থেকে পুলিশ এক কৃষকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে। উপজেলার নিয়ামতপুর এলাকা থেকে শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।..

নিহত তফিজার ফকির (৪২) নিয়ামতপুর পশ্চিমপাড়া এলাকার মৃত এরমাদ আলী ফকিরের ছেলে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে ওসি জানান, তফিজার ফকির গত ৮ আগস্ট বিকেল থেকে নিখোঁজ ছিলেন। পরদিন বিকেল ৪টার দিকে তার বড় ভাই নবীর উদ্দিন  বাড়ি থেকে অদূরে নদীর পূর্ব দিকে ভাসমান অবস্থায় তফিজার ফকিরের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, পরিবারের দাবি অনুযায়ী তফিজার ফকির মৃগী রোগী ছিলেন। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Комментариев нет