close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বগুড়ায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

আরিফুল ইসলাম বগুড়া প্রতিনিধি avatar   
আরিফুল ইসলাম বগুড়া প্রতিনিধি
****

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বজ্রপাতে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৪ মে) বিকেলে উপজেলার কর্ণিবাড়ি ইউনিয়নের মথুরাপাড়া এলাকায় যমুনা নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন—সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেঘা বড়ইতলীর মৃত কার্তিক হালদারের দুই ছেলে মনমত হালদার (৪৫) ও সবুজ হালদার (৩২)।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার দুপুরে যমুনা নদীতে মাছ ধরে দেবডাঙ্গা মাছ বাজারের একটি আড়তে বিক্রি করেন দুই ভাই। বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে তারা নদীঘাটে নৌকা বাঁধার উদ্দেশ্যে চলে যান। এ সময় কাঁচা বাঁশের লগি বসানোর মুহূর্তে বজ্রপাত হলে তারা নৌকার উপর থেকে পানিতে পড়ে যান।

 

পরে আড়তের লোকজন তাদের নদীতে পড়ে যেতে দেখে দ্রুত গিয়ে নৌকার পাশে মৃত অবস্থায় তাদের উদ্ধার করেন এবং মৃতদেহ দুটি আড়তে নিয়ে আসেন।

 

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে এবং নিহতদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।

Nenhum comentário encontrado