ভারতের প্রতিক্রিয়ার কারণে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. জাকির নায়েককে বাংলাদেশে প্রবেশের অনুমতি না দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) বিকেলে শহরের সাতমাথা মোড়ে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) বগুড়া জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
মানববন্ধনে বগুড়া জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারা সরকারের প্রতি আহ্বান জানান—ড. জাকির নায়েকের প্রতি বৈষম্যমূলক আচরণ পরিহার করে তাঁকে বাংলাদেশে প্রবেশের অনুমতি প্রদানের জন্য।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন আপ বাংলাদেশ বগুড়া জেলার যুগ্ম আহ্বায়ক মো. সিফাতুল্লাহ। তিনি বলেন, “২৪ পরবর্তী সময়ে দিল্লীর আধিপত্য বাংলাদেশে চলবে না। ড. জাকির নায়েককে অবশ্যই বাংলাদেশে আসার অনুমতি দিতে হবে।”
জেলা সদস্য সচিব মোহসিনুল হাসান রিফাত বলেন, “ভারতের কাছে নতি স্বীকার করে ড. জাকির নায়েককে বাংলাদেশে প্রবেশের অনুমতি না দেওয়া সরকারের দুর্বলতার প্রমাণ। সরকার এখনো ভারতকে ভয় পেয়ে সিদ্ধান্ত নেয়, যা ২৪ পরবর্তী সময়ে কোনোভাবেই কাম্য নয়।” তিনি আরও বলেন, “অন্তবর্তী সরকার যদি দেশের নিরাপত্তা প্রদান করতে ভয় পায়, তাহলে যেন অবিলম্বে ক্ষমতা ছেড়ে দেয়।”
মানববন্ধনের প্রধান অতিথি, জেলা আহ্বায়ক ওলিউল হাসান শিমুল বলেন, “৯০ শতাংশ মুসলিম জনগোষ্ঠীর এই দেশে বিশ্বখ্যাত ইসলামিক স্কলার ড. জাকির নায়েকের অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না। আমরা ধর্মপ্রাণ মানুষদের সর্বোচ্চ মর্যাদায় রাখি এবং তাদের প্রতি কোনো অবিচার সহ্য করব না।”
বক্তারা বলেন, আপ বাংলাদেশ দেশের গণমানুষের অধিকার, বিশ্বাস ও মর্যাদা রক্ষায় রাজপথে কাজ করে যাবে।



















