close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বেতাগীতে স্থায়ী টল পেল ব্যবসায়ীরা, কমেছে জনদুর্ভোগ 

SepahiTv. News avatar   
SepahiTv. News
এনিয়ে সিপাহী টিভি বেশ কয়েকটি সংবাদ প্রকাশ করে

 

ডেক্স নিউজঃ

বরগুনার বেতাগীতে স্থায়ী কাঁচা বাজার না থাকায় দীর্ঘদিন ধরে টাউন ব্রীজ ও তার ঢালের রাস্তা দখল করে দোকান বসিয়ে ব্যবসা করে আসছিলেন কাঁচা বাজার ব্যবসায়ীরা। বেশ কয়েকবার মোবাইল কোর্ট পরিচালনা করেও উচ্ছেদ করা যায়নি তাদের। পরে স্থায়ী কাঁচা বাজার টল দাবিতে ধর্মঘাট পালন করে ব্যবসায়ীরা। এনিয়ে সিপাহী টিভি বেশ কয়েকটি সংবাদ প্রকাশ করে।  ফলে পৌরসভার টেন্ডার হওয়া টল নির্মাণ কাজ শুরু করে প্রশাসক। এতে ব্যবসায়ীদের মধ্যে আনন্দ ফিরে আসলেও পথচারীদের দুর্ভোগ কমেনি। টল নির্মাণকাজ শেষ হওয়ার পরও ব্যবসায়ীরা রাস্তা ও ব্রীজের জায়গা ছেড়ে কাঁচা বাজার টলে না যাওয়ায় প্রতিনিয়ত চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়। 

এ অবস্থা উপজেলা প্রশাসনের নজরে আসলে গত ৯ এপ্রিল বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার ভূমি বিপুল সিকদারের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রশাসন। টানা ৩ ঘন্টা পুলিশের সহায়তায় উচ্ছেদ অভিযান সফল করেন তিনি। এসময় রাস্তা দখল করে মালামাল রাখায় এক দোকানদারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। উচ্ছেদ হওয়া দোকানদারদের স্থায়ী টলে জায়গা দেওয়া হয়। 

স্থায়ী কাঁচা বাজার পেয়ে ব্যবসায়ী আলমগীর ও মো.আলী বলেন, আমরা সবাই আনন্দিত। দীর্ঘদিন ধরে গালিগালাজ হুইনা দোকানদারি করছি। হ রাস্তা আটকাইয়া দোকান বসাইছি কারন মোগো কোনো স্থায়ী টল ছিল না। এখন হইছে টিওনও এসিল্যান্ড কইরা দেছে আলহামদুলিল্লাহ এখন সবাই এইহানে বইসা দোকানদারি করমু। এই টলের কাম শুরু করাইতে ধর্মঘাট করছি আগের টিওনও ফারুক স্যারে কাজ শুরু কইরা দেছে। তখন মোরা ১০-১২ জন দৌড়াদৌড়ি করছি। দৈনিক খামার আর হুনতে ভালো লাগে না। কিন্তু এখন টল হওয়ার পর দোকানদারের অভাব নাই। যাগো জীবনে দেহি নাই ব্যবসা হরতে হেরাও আইয়া দোহানের জায়গা লয়। কি কমু কন। 


উপজেলা সহকারী কমিশনার ভূমি বিপুল সিকদার বলেন, আমাদের কঠোর নির্দেশনা। এতদিন বিকল্প জায়গা না থাকায় রাস্তা ও ব্রিজ দখল করে দোকান বসিয়ে ব্যবসা করেছে। কিন্তু এখন নির্দিষ্ট টল আছে ওখানে বসবে। রাস্তায় যে বসবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাস্তায় গাড়ি চলবে আর মানুষ হাটবে। কে কোন দলের তা দেখার সময় নেই। আইন আইনের গতিতে চলবে। 

 

No comments found


News Card Generator