close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বেতাগীতে কমিউনিটি ক্লিনিকের জমি দখল করে বালুর ব্যবসা

SepahiTv. News avatar   
SepahiTv. News
আমি একাতো রাখিনা, রুবেলও রাখে। এয়া তো আর নতুন না, অনেক আগে থেকে বালু রাখি। সরোয়ার ভাই বালু সরাইতে একবার বলছিল কিন্তু সরাই নাই। এখন কি করমু হেইয়া কন।..



রেদোয়ান ইসলামঃ

বরগুনার বেতাগীতে কমিউনিটি ক্লিনিকের জমি জোরপূর্বক দখলে নিয়ে বালুর ব্যবসা করছেন রফিক মৃধা ও রুবেল নামের দুই ব্যবসায়ী। বাঁধা দিতে গেলে হেনস্তার শিকার হন ওই কমিউনিটি ক্লিনিকের ইনস্ট্রাক্টর গোলাম সরোয়ার। 

৩নং হোসনাবাদ ইউনিয়নের জলিশা বাজারের কমিউনিটি ক্লিনিকের সামনের জমি দখলে নিয়ে বালুর ব্যবসা করছেন তারা। ৫ আগষ্টের পূর্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকানের সুপারিশে দখলে নিয়ে ব্যবসা করে আসছিল। ৫ আগষ্টের পরে কমিউনিটি ক্লিনিকের ইনস্ট্রাক্টর গোলাম সরোয়ার বালু সরিয়ে নেওয়ার নির্দেশনা দিলে তাকে নানা ভাবে হেনস্তা করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। পরে ইউনিয়ন বিএনপি নেতাদের ছত্রছায়ায় দখলে নিয়ে বালুর ব্যবসা করছেন রফিক মৃধা। 

সরকারি জমি দখল করে কিভাবে বালুর ব্যবসা করছেন এমন তথ্য জানতে চাইলে রফিক মৃধা মুঠোফোনে জানান, আমি একাতো রাখিনা, রুবেলও রাখে। এয়া তো আর নতুন না, অনেক আগে থেকে বালু রাখি। সরোয়ার ভাই বালু সরাইতে একবার বলছিল কিন্তু সরাই নাই। এখন কি করমু হেইয়া কন।

কমিউনিটি ক্লিনিকের ইনস্ট্রাক্টর গোলাম সরোয়ার বলেন, ভাই আপনি আমার আপন ভাই হিসেবে কথাগুলো বলি। ৫ আগষ্টের আগে বাঁধা দিছি তখন উপজেলা চেয়ারম্যান (ফোরকান) কল করে বলে ওরা রাখবে। ৫ আগষ্টের পর আবার বাঁধা দিছি স্থানীয় নেতারা বুইঝা লন তারা আইসা বলে রাখুক। আমি কোন পথে যামু বলেন? আমারও তো একটা সন্মান আছে। ডিউটি শেষ করে বেতাগী বাসায় যাওয়ার সময় যদি রাস্তায় আটকিয়ে দুইটা থাপ্পড় মারে আমার মান ইজ্জত থাকবে বলেন? আমি এমন পরিস্থিতিতে আছি তা বুইঝা লন। 

এলাকার বেশ কয়েকজন বাসিন্দা  বলেন, দীর্ঘদিন ধরেই এই জায়গা দখল করে রাখছে তারা। বৃষ্টি হলে বালুর জন্য পানি জমে ক্লিনিকে উঠে যায়। আসপাশে জঙ্গল হয়ে গেছে। স্যারেরাও কি হরবে, সরোয়ার স্যারকেই মানে না তারা। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির গাজী বলেন, কেউ সরকারি জমি দখল করবে আবার কর্মচারীকে বৃদ্ধা আঙুল দেখাবে তা উপজেলা প্রশাসন সহ্য করবে না। আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। 
 

Tidak ada komentar yang ditemukan


News Card Generator