close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বেতাগীতে যুবলীগ নেতা এখন বিএনপির সম্পাদক-সাংগঠনিক প্রার্থী ..

SepahiTv. News avatar   
SepahiTv. News
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়কের কাছে নিজাম ও নাজমুল নামের দুই বিএনপি কর্মী লিখিত অভিযোগ করেন।..

 

বরগুনার বেতাগীতে ইতোমধ্যে সকল ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড বিএনপির কমিটি গঠনে সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি ও সাধারন সম্পাদক পদ ছাড়াও অন্যান্য পদের ফরম কিনেছেন একাধিক নেতা। 

তবে, হোসনাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আকন কিনেছেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদের ফরম। এছাড়াও ওই কমিটির ৩১ নং সদস্য নিজাম জোমাদ্দার সাংগঠনিক সম্পাদক পদের জন্য কিনেছেন ফরম। 

আওয়ামী যুবলীগ নেতাদের কাছে বিএনপির ফরম বিক্রি করায় সাধারণ কর্মীদের মাঝে ক্ষোভ দেখা গেছে। তাদের দাবী, যে আওয়ামী লীগের স্বৈরাচারীতার অঙ্গ সংগঠন যুবলীগ তাদের দিন রাত দৌড়ের উপর রেখেছে। পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। বিএনপির কোনো কার্যক্রম চালাতে দেয় নায় আজ তাদের পতনের এক বছর হতে না হতেই তাদেরকেই বিএনপির নেতা বানিয়ে দেওয়া হচ্ছে। 

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়কের কাছে নিজাম ও নাজমুল নামের দুই বিএনপি কর্মী লিখিত অভিযোগ করেন। সেখানে উল্লেখ করা হয়, সহিদ আকন ও নিজাম জোমাদ্দার দু'জনেই যুবলীগের কমিটিতে থেকে বিএনপির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের ফরম কিনেছেন। তারা কিভাবে জাতীয়তাবাদী দল বিএনপির পদ পেতে পারে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছি। 

তবে, এবিষয়ে জানতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে সম্ভব হয়নি। 

 উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মল্লিক জানান, আমি এই বিষয়ে অবগত নই। তবে, কোনো আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না। বিএনপির সাথে মোনাফেকি বা গঠনতন্ত্রের বিরুদ্ধে গিয়ে যে কাজ করবে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। 

 

Ingen kommentarer fundet


News Card Generator