close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বেতাগীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মাইকিং  করে উপজেলা প্রশাসন ..

SepahiTv. News avatar   
SepahiTv. News
আমরা মাঠ পর্যায়ে এডিস মশার আবাসস্থল খুজব। কেউ যদি নিজের গাফিলতিতে এডিস মশার আবাসস্থল ধ্বংস না করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। ..

 

সম্পৃতি ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এর মধ্যে বরগুনা জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃত্যু। গতকাল একদিনে ৫ জন আক্রান্ত হয়ে মারা গেছে। তার মধ্যে ৪ জন বরগুনার। টেলিভিশন কিংবা পত্রিকার পাতায় মুল খবরে এখন বরগুনার ডেঙ্গু পরিস্থিতি। মহামারী না হলেও হতে সময় নিবে না, এমনই পরিস্থিতি তৈরি হয়েছে। 

প্রতিবছর আমাদের দেশের জনসংখ্যার একটি বিশাল অংশ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে এবং অনেকে মৃত্যুবরণ করছে। ডেঙ্গু থেকে রক্ষা পেতে যেমন ব্যক্তি সচেতনতা দরকার, তেমনি অন্যকেও সচেতন করা দরকার।
 
এ লক্ষ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছেন বেতাগী উপজেলা প্রশাসন। 

শনিবার (১৪ জুন)  বেতাগী পৌরশহরের বাজার,বাসষ্টান্ড, লঞ্চ ঘাট,ফেরী ঘাট,হাসপাতাল রোড,হাইস্কুল রোড,গুদাম ঘর রোড,খাড়াকান্দা সড়ক সহ পুরো শহরে মাইকিং করে সচেতনতা তৈরিতে মাইকিং করে উপজেলা প্রশাসন। যা বাস্তবায়নে কাজ করে উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির গাজী বলেন, ডেঙ্গু যেভাবে বরগুনায় বৃদ্ধি পেয়েছে এখনই সময় আমাদের সচেতন হওয়া। এডিস মশার আবাসস্থল ধ্বংস করা। আমরা সচেতন না হওয়ায় ডেঙ্গু আমাদের আক্রান্ত করতে সফল হচ্ছে। তাই আমরা সচেতনতায় তৈরী করতে কাজ করে চলছি। 

উপজেলা সহকারী কমিশনার ভূমি বিপুল সিকদার বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ৪ জন মারা গেছে জেলায়। আক্রান্ত প্রায় ২ হাজার ছুই ছুই। এমতাবস্থায় রেড ক্রিসেন্টের সদস্য হোসাইন সিপাহী যোগাযোগ করলে আমরা দ্রুত সচেতনতা তৈরিতে মাইকিং করার ব্যবস্থা করি। তিন দিন ধরে পৌরশহর সহ আসপাশের এলাকায় মাইকিং করা হবে। পরে আমরা মাঠ পর্যায়ে এডিস মশার আবাসস্থল খুজব। কেউ যদি নিজের গাফিলতিতে এডিস মশার আবাসস্থল ধ্বংস না করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। 

 
এ বিষয়ে সংগঠনটির সদস্যরা বলেন, সাধারণ জনগণ ডেঙ্গু নিয়ে আতঙ্ক ও উদ্বেগের মধ্যে আছেন। তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই ইভেন্ট আমাদের সামাজিক দায়বদ্ধতার মাঝে পড়ে। এই চেষ্টায় অন্তত একজন মানুষও যদি সতর্ক হয়, তাহলেই আমাদের সবার পরিশ্রম সার্থক। পরিচ্ছন্ন সমাজ গড়ার লক্ষ্যে দেশকে এগিয়ে নিতে সমাজে আমাদের সবাইকে আরও বেশি উদ্যোগী হতে হবে। যা উপজেলা রেড ক্রিসেন্ট করে যাচ্ছে। 

Walang nakitang komento