close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বেতাগীতে বিএনপির ৩১ দফা রাষ্ট্র মেরামতের লিফলেট বিতরন

SepahiTv. News avatar   
SepahiTv. News
বিএনপি-ছাত্রদল-যুবদল নেতাকর্মীরা অংশ নেয়।

 বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার বেতাগীতে বিএনপি নেতাদের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকালে বেতাগী বাজারে এ লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান কবির,সাবেক উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জাহাঙ্গীর আলম লাভলু, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি নুরুল ইসলাম পান্না,বিএনপি নেতা মো. খোকন,জলিলুর খন্দকার, উপজেলা ছাত্রদলের আহবায়ক আহসানুল কবির শোয়েব, যুবদলে আহবায়ক মনিরুজ্জামান জুয়েল, আরাফাত নয়ন, সদর ইউনিয়ন ছাত্রদল সভাপতি মনির হোসেন, আরিফ হোসেন, মাহিদূল ইসলামপ্রমুখ। এ সময় শাহজাহান কবির বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ২০২৩ সালের ১৩ জুলাই জাতীর প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা যারা প্রকৃত ত্যাগী বিএনপি আছি তারা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে। বক্তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ। সকল বিভেদ ভুলে দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই বলেও জানান নেতারা। 

Aucun commentaire trouvé